পাগল পাগল মানুষগুলা
পাগল সারা দুনিয়া
কেহ পাগল রূপ দেখিয়া
কেহ পাগল শুনিয়া ।।
আসমানেতে চাঁদ উইঠাছে
যেন সোনার বাসন লো
তোমার লাগি মনে আমার
পাতা আছে আসন লো
আসবা তুমি বসবা তুমি
মোহর দিবা গুনিয়া
হায়রে পাগল দুই দিনের
রূপের বয়ান শুনিয়া ।।
ফুল বাগানে ফুল ধইরাছে
মানুষ পাগল করিতে
এই পাগল তো হয়না ভালো
কবিরাজের বড়িতে
আমার কাছে ঔষধ আছে
রাখছি শিকড় বুনিয়
পিরিয়ডেরও ফুল বাগানে
রাখছি শিকড় বুনিয়া ।।