ওগো বলো মনে কি যে দোলা এসে লাগে
ভালোবাসা বলে কি তাহারে গো ।।
চুপি চুপি স্বপ্ন ভরা লজ্জা নামে আঁখিতে
মন যে আমার চায় যে শুধু নতুন ছবি আঁকিতে
ঝনন ঝনন কাকন বাজে, মধুর মধুর সুর শোনায়
আহারে ও সখাসখি ও চঞ্চল নদী ছলছল ।।
ভালোবাসা বলে কি তাহারে গো.....
লোকে বলে মন দিয়েছি তোমায় আমি গোপনে
বলো না গো সত্যি কিনা জানবো তাহা কেমনে
শনন শনন পবন চলে, ফুলের বুকে ভ্রমরা দোলে
আহারে ও প্রজাপতি ওরা না কোমল টলমল ।।
ভালোবাসা বলে কি তাহারে গো.....