ফুলের মালা পরিয়ে দিলে
আমায় আপন হাতে
জোছনা রাতে স্বপ্ন আমার
নামলো আঁখি পাতে ।।
বকুলগুলো তারার মতো
অবাক চেয়ে রয়
গন্ধে ভরা মাতাল হাওয়া
এ কোন কথা কয়
কয় সে ঘুমে চলার পথে
রইবে আমার সাথে ।।
আমার মালা ধন্য হলো
তোমার প্রেমে গো
তোমার সুরে আমার বীণা
এবার বেধেছো
তাই দু'জনার সোনার তরী
ভিড়লো এসে ঘাটে ।।