ভালোবেসে কাছে এসে
ভেঙে দিলে মন
সে তোমার বড় আয়োজন  ৷৷  


বিণী সুতোতে গাঁথুনি মালা
এই বুকে দিয়ে গেছ জ্বালা
এ জীবনে ক্ষণে ক্ষণে
হয়েছে মরণ  ৷৷  


জেনে শুনে করেছ ছলনা
এই ছিলো কি মনে বল না ?
সুখ পাখি দিলো ফাঁকি
তোমারি কারণ  ৷৷