তোমার অবাক ওই দৃষ্টিতে
যখন তাকাই আমি,
তখনই ভিজে যাই
নতুন সুখের কোন বৃষ্টিতে ৷৷
সব স্বপ্নের দ্বার খুলে
তুলির আঁচড় যাই ভুলে
মরি লাজে মন মাঝে
অপরুপ এ নতুন সৃষ্টিতে ৷৷
পাই ছন্দের তাল খুঁজে
ব্যথার পাহাড় যাই গুঁজে
করি কি যে আমি নিজে
পাগল তোমার ওই কৃষ্টিতে ৷৷