সব কিছু ছিলো পাশে
শুধু তুমি ছিলে না
জীবনের অংকটা
কিছুতেই মিলে না ৷৷
সব আশা ভালোবাসা
মিছে হয়ে গেল
এই মন কি জানি কি পেল ?
সব কিছু কেড়ে নিলে
আপন করেই শুধু নিলে না ৷৷
ভুল করে অন্তরে
বেঁধেছি যে বাসা
সব কথা পেল বোবা ভাষা
যন্ত্রণা শত দিলে
সুখের ছোঁয়াই শুধু দিলে না ৷৷