আমার-মন পাখিটা বড়ই স্বার্থপর
ইচ্ছে মত ঘুরে ফিরে
এক নীড় থেকে অন্য নীড়ে
এক ডালেতে বান্ধে না রে ঘর ৷৷
কোনদিন ও বান্ধা যায় কি মন ?
আপন মানুষ পরের মনে করে বিচরণ
এই কূল ভাঙে ওই কূল গড়ে
হইয়া নিশাচর ৷৷
কোনদিন কি ঢাকা যায় আঁধার ?
মনের ঘরে বসত করে করুণ হাহাকার
এক বন থেকে অন্য বনে
বান্ধে সে বাসর ৷৷