কি আজব বল এই দুনিয়া ?
কত কিছু দেখে চোখ
কত কিছু যায় কান শুনিয়া ৷৷
অন্ধের চোখে নেই আলো
দ্বন্দ্বের মাঝেও তো নেই কেউ ভালো
কুয়াশার মাঝে থেকে
স্বপ্ন সবাই যায় বুনিয়া ৷৷
এ দুনিয়া নয় সে তো খেলনা
তবু যেন কারো কাছে মনে হয় ফেলনা ৷
স্বার্থের শৃঙ্খল চোখে
মর্মর করে বীণা নিত্য আলোকে
বিদিশার মত যেন
স্বার্থ সবাই যায় গুনিয়া ৷৷