যেই প্রেম ঘ্রাণ হীন হয়
খুঁজে পাওয়া যায় না তো স্বাদ
মেঘে মেঘে বাঁধে যেন বাঁধ
মাঝে মাঝে প্রাণ হীন হয়  ৷৷  


যেই ফুল পাপড়ি ঝরায়
অকারণে গন্ধ ছড়ায়
সেই ফুল মাঝে মাঝে
মান হীন হয়   ৷৷  


যেই চাঁদ জোছনা বিলায়
যুগলের স্বপ্ন মিলায়
সেই চাঁদ মাঝে মাঝে
ত্রাণ হীন হয়  ৷৷