আমার-একটাই মন আর একটাই জীবন
         সেই মনে আর সেই জীবনে
         তারে প্রয়োজন
   বিধি-তারে প্রয়োজন  ৷৷  


         যতটুকু আয়ু আছে তারে দিয়ে দাও
         বিনিময়ে যত খুশি আমাকে পুড়াও
         তার চোখে দেখি আমি
         হাজার ও সুখের স্বপন  ৷৷  


         তার তরে অন্তরে শত হাহাকার
         তবু আমি চাই না তো কোন ক্ষতি তার
         তার কোলে মাথা রেখে
         হয় যেন আমার মরণ  ৷৷