আমি-ফুল নয় ভুল প্রেমে পড়েছি
       ফুলের আঘাত নয়
       কাঁটার আঘাত বুকে ধরেছি  ৷৷  


       কি দেব এ সম্পর্কের নাম ?
       যদি হয় বদনাম
       সুখের বাসর নয়
       দুখের বাসর বুকে গড়েছি   ৷৷  


       এ যাতনা পুষবেই অন্তর
       সারাটা জনম ভর
       বনের আগুন নয়
       মনের আগুনে পুড়ে মরেছি   ৷৷