এ কেমন প্রেম বল এ কেমন বাঁধ
প্রেমের আঁধার ঘরে
ওঠে না কখনো যেন চাঁদ  ৷৷  


ঘন কালো আঁধারেই ডুবছে এ বুক
নীরবেই তাই ভাবি সুখ
বুঝি না প্রেমের সে যে কি নতুন ফাঁদ ? ৷৷  


রাত জাগা পাখিদের নেই কোলাহল
দু'চোখের তাই এতো জল
পারি না গ্রহণ করে নিতে এই স্বাদ   ৷৷