কেউবা মজে প্রেমে পাগল
কারো পাগল ভাবনা,
পাগল পাগল দেখতে যেমন
ভিতর পাগল একই না৷


গোলাপের পাপড়িতে লাল
খুনেরও রক্ততে লাল,
লালে লালে মিল করলেও
লালের করণ মিলবে না৷
পাগল পাগল ...


এ জগতে হরেক পাগল
হরেক রূপে বাসনা,
পাগল হলেই হয় নাকো এক
পাগলকুলে ভজনা৷
পাগল পাগল ...


গোলাপ লালে ভালোবাসা
খুনের লালে অন্ধকার,
করণ ভেদে চরণ দোলে
পরাণ ভেদে হয় বিকার৷


প্রেমের বাঁশি গলায় ফাঁসি
বাঁশরী সুর যোজনা,
পাগল মজে বাঁশির সুরে
সে প্রেমে নেই ছলনা৷
পাগল পাগল ...


ফিরোজ, মগবাজার, ০৫/০৬/২০২৪