যখন কেউ, না থাকে পাশে
তুমি আছো হে আল্লাহ
অন্তরে তুমি মুখেও তুমি
তাওয়াক্কালতু আলাল্লাহ ।


অন্তিম দিগন্তে তুমি, পুবের ভোরেও তুমি
সুখে দুখে আছো তুমি
ঘোর বেদনেও হে রহম, হে আল্লাহ
আনন্দে তুমি, মুসিবতেও ভরসা তুমি
তাওয়াক্কালতু আলাল্লাহ ।


হাসিতে বিরাগে তুমি নাম ভাসে
ওই নামে সুধা
খুশিতে বিষাদে সদা থাকো পাশে
নও তুমি জুদা ।


প্রভু কাঁদনে তুমি, গানেও আছো তুমি
হে রহ্‌মান, হে আল্লাহ
তোমার ঐ নাম জপে, মধু আসে মনে
তাওয়াক্কালতু আলাল্লাহ ।


ফিরোজ, মগবাজার, ০৮/০৫/২০২০