স্বপ্ন ভরা এক ফালি চাঁদ
যেই পড়েছে দৃষ্টি
গোমড়া মুখো আকাশ হতে
কেবল ঝরে বৃষ্টি ৷


কেন তুমি আসলে না?
রোজ সকালের আলোর মতো
হাসলে না?


মন ভরসার কামরা হতে
যেই খুঁজেছি সুখ পাখি
বুকের মাঝে মরুর তৃষা
ভিজে ওঠে দুই আঁখি ৷


কেন বাঁশি বাজলো না?
ঝর্ণা ধারার চপল তালে
গাইলো না?


অনুরাগের জোয়ার উঠে
যেই ভিজালো সাগর তীর
চমকে গিয়ে থমকে গেল
বিজন দ্বীপে হাওয়া ধীর ৷


কেবল চাওয়া, একটু পাওয়া
আর হলো না ৷


কেন তুমি আসলে না?
রোজ সকালের আলোর মতো
হাসলে না?


স্বপ্ন ভরা ... ...


কেন বাঁশি ... ...


ফিরোজ, মগবাজার, ২৭/০৬/২০২৩