পিরিতির বান্ধিয়া অন্তরে ঘর সুখের লাগি
মনে গড়লি কতই খেলা
পিরিতির দেহের রাঙা বসন ভাঙিল কুল
ভাঙে জীবন নদীর ভেলা ।


সে প্রেমের সরোবরে ঝাপ দিলে হায়
তন্দ্রা টুটে দিক বিদিশায় আন্ধা প্রায়
নিরলে বসিয়া তিনি গড়েন ভবের মেলা ।


পিরিতির বান্ধিয়া অন্তরে ঘর …


কেনো হারাইলাম রে এমন নিঠুর খেলায়
ওরে এ জীবন হইল জরজর মরিলাম অবেলায় ।


অন্তরে ঘর প্রেমে জোয়ার ভাসাইলে নাও
বুঁদ হয়ে মন কাটে বেলা
সাগর পানে স্রোতের টানে পাগল মজে
ছুট দিল রে যায় একেলা ।


পিরিতির বান্ধিয়া অন্তরে ঘর …


ফিরোজ, মগবাজার, ১৯/০৪/২০২০