পৃথিবীর পলে পলে একেলার কান্না
এখানে কতো কিছু নেই
তাহলে কী পথে
        একা একা চলবো
                একা একা হাঁটবো শুধুই?


কোনো কোনো বাঁকে শোনো মিঠে হাতে তালি
কোনটিতে আরো তেতো গালাগালি
তাহলে কী তুমি
        লাজে নত হয়ে
                ডুবে যাবে সমুদ্রে নিতুই?


পৃথিবীর মেওয়াতে, পৃথিবীর হাওয়াতে
কতো সুর বাজে শোনো
                শত গান গাওয়াতে।।


গোলে মালে ফাঁকা ফাঁকা শুধু অপূর্ণতা
চোখের দৃষ্টিতে সুমুখে শূন্যতা
তাহলে কী দেহে
        মিঠে রোদ না মেখেও
                ফিরে যাবে শূন্যে ও-গলুই?


ফিরোজ, মগবাজার, ১০/০৭/২০২২, সকাল ৮.১৪