ওরে ও পাপিয়া আল্লাহ্ নাম কী
তোর ঐ মধুর সুরে
ওই নামটি জপলে সব কালিমা
যায় পালিয়ে দূরে ।


আল্লাহ্ নামের মধুর বুলি
মন মজানো সুরে দুলি
দমে দমে জিকির তুলি
হৃদয় তলে পুরে
ওরে ও পাপিয়া আল্লাহ্ নাম কী
তোর ঐ মধুর সুরে …


দয়ার আধার আল্লাহ্ মহান
তাঁর করুণায় সৃষ্টি জাহান
রহমতের অঢেল ধারায়
কুলমাখলুকাত সব ভিজে যায় ।


দয়াময়ের নাম রহমান
শেষ হয় না যে তাঁর গুণগান
সে নাম সুধায় মন মজে যায়
থাকেন হৃদয় জুড়ে
ওরে ও পাপিয়া আল্লাহ্ নাম কী
তোর ঐ মধুর সুরে …


ফিরোজ, মগবাজার, ০৭/০৪/২০২০