ওরে ও আকাশ, ওগো নদী,
ও বাতাস, ওগো পাখি
হারানোর ব্যথা, জমে আছে কত,
একটুও তা, জান কি?
অসময়ে যার, ঝরে যায় পাতা,
মুকুলও ফোটে না যার
বিয়োগের ভারে, শুকালো এ বুক,
যোগে জলে ভরে আঁখি।
বিষাদের ছায়া, ঢেকেছে যে ঘরে,
দোয়ার হয়েছে বন্ধ
বেদনার জলে, ভিজে ভিজে তাই,
চোখের তারাও অন্ধ
সেই ছায়ার বিষাদে, বেদনার জলে,
তির ভাঙ্গে বারেবার
জীবন সাগরে, নিরবে নিভৃতে,
তাই শুধু একা থাকি।
আশায় আশায়, তিল তিল করে,
গড়েছিলাম সুখের নীড়
নিয়তির ঝড়ে, ভাঙ্গে বারেবার,
কত শোক করে ভিড়।
ব্যথা সব একা, বয়ে বয়ে যাই,
যা কিছু রয়েছে ভার
ভালো আছি বেশ, এই নিরজনে,
কূজনে ডেকো না আর
সাগরের জল, নীলে টলোমল,
পাহাড়ের যত ধীরতা
আঁধারের কালো, তা দিয়ে কেবল,
আপনার ছবি আঁকি।
ফিরোজ, মগবাজার, ১০/০৯/২০২৩