ও দেশ আমার মাটি আমার
আমার প্রাণের ঘর
হিজল তমাল গাছের ছায়া
পাখির কণ্ঠস্বর ।


ঝিলের মাঝে শাপলা শালুক
বিলে ধানের ক্ষেত
কিষাণ বধূর মিষ্টি মুখের
হাসিতে নেই ছেদ
হাওয়ায় দোলে সবুজ পাতা
বৃষ্টি ঝরোঝর ।


ও দেশ আমার মাটি আমার …


ও আমার দেশ হৃদয়ে তুই যায় না তোরে ভোলা
সুদূর হতে বাংলাদেশের সেই ছবিটা তোলা ।


অতি আপন দেশটি আমার
তোমায় ভালোবাসি
শীতের ভোরে খেজুর রসে
ঠোঁটে ফোটা হাসি
ছোট্ট পায়ে শিশির কণা
স্মৃতির কোলে ভর ।


ও দেশ আমার মাটি আমার …


ফিরোজ, মগবাজার, ২১/০৪/২০২০