মোহফাগে ঢাকে অন্তর অলকে
তোমারে স্মরি না সদা তাই
চকিত ঝলকে ক্ষণিক আলোকে
ক্ষণিকে তোমার দেখা পাই৷


কখনো বাদলের বিজলী জ্বলে
তোমারে আবারো ভুলে যাই
সঁপে দিতে চেয়ে তবুও সঁপি না
তুমি আছো তবু তুমি নাই৷


কুল ছাপায়ে নিত্য জোয়ারে
এ অন্তর যদি জাগতো
প্রশান্ত মননে তোমারি ধেয়ানে
অবিচল সদা থাকতো৷


কভু আলো জ্বলে কভু নিভে যায়
দেখা দাও তুমি তবু দেখা নাই
নিত্য তালাশে অধীর এ অন্তরে
নিয়ত তোমারে নিত্য চাই৷


ফিরোজ, মগবাজার, ২৮/০৯/২০২৪