নদীর স্রোতের তোড়ে, সাগরের বুকে যদি, সমাধিও হয়
এতটুকু ব্যথা নয়, যেনোগো তোমার প্রিয়, একটুও কাঁদে না হৃদয় ।।
জীবনের সব জ্বালা, নিভে যাবে, সাগরের নোনা জলে
তুমি যদি সুখী হও, চলে যাবো, জলেরও অতলে
সেই জলে হারালেই, তোমার যদি ওগো, সুখ হয়
জলোকণা হয়ে যাবো, যোনোগো তোমার প্রিয়, একটুও কাঁদে না হৃদয় …
আকাশে বিজলী জ্বলে, বাতাসেও ঝড়, বয়ে আনে কালো মেঘ বৃষ্টি
সেই বরষার জলে ভিজে, তোমার হৃদয়ে হোক, পুলকে শান্তির সৃষ্টি
জলোকণা হয়ে হয়ে, মেঘ হয়ে ভেসে ভেসে
দেখবোগো তোমার, প্রতিটি ক্ষণ শুভময়
সাগরের তল হতে, নিভৃতেও চিরদিন
চেয়ে চেয়ে দেখবো, তোমারই সুখের নিলয় …
ফিরোজ, মগবাজার, ১৩/০৪/২০২০