এক যে ছিল ময়না পাখি ডাগর ডাগর আঁখি
এক সকালে উড়াল দিল আমায় দিয়ে ফাঁকি ।


বুকের মাঝে জ্যান্ত নদী ছলাত ছলাত স্বর
কোন কারণে সেই পাখিটা হয়েই গেল পর,
সাদা মেঘের পালক ওড়ে ঐ আকাশের গায়,
নেইরে পাখি আমার কাছে বেঁচে থাকাই দায়,
ময়না পাখি ডাগর আঁখি আমায় দিল ফাঁকি
এক সকালে উড়াল দিল কেমনে একা থাকি ।


ও পাখি তুই ফেলে গেলি কাটে না আর দিন
শুকনো নদীর বালুর চরে দুঃখ গীত বীণ,
ও পাখিরে কোন সাগরে সুখেই দিলি ডুব
কোন কাননে ফুল ফুটালি কষ্ট দিলি খুব ।


ময়না সেতো পেখম তুলে কেড়ে নিল সুখ
এক সকালে উড়াল দিল ভেঙে দিল বুক,
পাখিরে তুই চলেই গেলি পাথর বুকে থাকি
একলা দুখে আপন মনে তোর ছবিটা আঁকি ।


ফিরোজ, মগবাজার, ০২/০২/২০১৮