মনের সমুদ্রে, তরঙ্গ উঠেছে, ঢেউয়ে ঢেউয়ে, ভেসে যায়
কষ্ট যা ছিল, বাতাসে মিশে যায়
ভাপ হয়ে ভাসে, বিষণ্ণ মেঘের, ভেলায় ।
যদিওবা কিছুক্ষণ, তরঙ্গেরও ফেনা, থাকে জলে
নতুন ঢেউয়ে তা, মুহূর্তে হারায়
বিজোলী মেঘও, হঠাৎ চমকে ওঠে
তবুও, কেনো সে, ব্যথার চোখে, বৃষ্টি ঝরায় ।
মনের সমুদ্রে …
কখনো তা, কালো মেঘ,
বাতাসে উড়ে উড়ে, অঝরে, বৃষ্টির ধারা
কখনোবা, শুকনো চোখে, রক্তরাগ
হয়ে ওঠে, বেহিসাবী ছন্নছাড়া ।
কতটা ভুলে ভুলে, নীহারিকা যায় না, দেখা
অসীম, সাগরে ভেসে, তীর হারায়
কতটা শূন্য ভরে, বাতাসে পাখা যায়, মেলা
আকাশের, নীলে ঠাই, হবে হায় ।
মনের সমুদ্রে …
ফিরোজ, মগবাজার, ২০/০৪/২০২০