কে রাখে কার মনের খবর
বিধিই কেবল জানে
মনের ভিতর মনের বসত
কে খোঁজে তার মানে ?
সোনার বরণ দোদুল চরণ
উতল বাঁশি প্রাণে
ঘরের মাঝে উড়াল হাওয়া
বনজ ফুলের ঘ্রাণে ।
ও বিধি রে কেমন তোমার খেলা
নীল দরিয়ার ঘাটে ঘাটে
কাটলো আমার বেলা ।
কে-বা আপন কী-বা স্বপন
কে ছোটে কার টানে ?
পাগল মনের চুপ কথাটি
বলে কানে কানে ।
ফিরোজ, মগবাজার, ০৮/০৫/২০২০