হে প্রিয় রাসুল
তোমাকে আমার হাজারো সালাম
আলোর দিশা হয়ে এলে এ ধরাতলে
দিলেন তোমায় খোদা ঐশী কালাম ।


এ নিখিলভুবনে রহমত হয়ে
তুমি এলে তাই, প্রেম ও মানবতা খুঁজে পেলাম
সত্য পথের সাক্ষী হে তুমি
ধরণীতে দিয়ে গেলে ন্যায়ের আলাম ।


অমানিশা সরায়ে জ্বালালে তুমি আলোর মশাল
পরিণত প্রেমেও ভরালে ধরা তুমি থেকে ক্ষণকাল ।


নতুন পথে জাহেলি জিন্দেগী দূর হলো
ঘুরে গেলো বাঁক, হে-রাসুল তোমাকে সালাম
পথের দিশারী, অবিনাশী বাণী
দিয়ে গেলে হেদায়েতের পাক-কালাম ।


ফিরোজ, মগবাজার, ০৬/০৫/২০২০