একদিন সহসাই দেখেছিলেম তারে
পাপিয়া পিউ কাঁহা ডেকে ওঠে দোয়ারে ।


গুনগুন কানে কানে কিছু কথা বলে যায়!
চনমনে শিহরন মধু বোলে গান গায়
তনু-মনে উচাটন ঢেউ গুলবাহারে
আহারে … ! আহারে … !


একদিন সহসাই …


ওরে তুই যে আমার কেড়ে নিলি মন
বন্ধু হইলিরে তুই কতই না আপন !


বকুলের ডালে ফুল পাখিদেরও কূজনে
কপোত কপোতী খেলে কেবলই সে দুজনে
তনু-মনে অনুক্ষণ দেয় দোল্ ফুঁ-কারে
আহারে … ! আহারে … !


একদিন সহসাই …


ফিরোজ, মগবাজার, ০৮/০৪/২০২০