স্মৃতি জড়ানো এক চায়ের কাপে
প্রজাপতি ডানা ভাঙার ব্যথায়, ভাঁজ পড়া
অন্তরে কেবলই বিষাদ
বুকের মাঝে জ্বলে ধিকি ধিকি
আগুনের শিখা, পড়ে আছে শূন্য
এক কালির দোয়াত …
ভ্রমরের গানে গানে ফুলে ফুলে সুধা নেয়
সৌরভে লুব্ধক নড়াচড়া আঙুলের ছাপ
থেমে যাও, ভেঙে দেবো আমি
যতো আছে অশুচির হাত
বুকের মাঝে জ্বলে ধিকি ধিকি …
ভালোবাসার কলকলে সরোবর জলে
অভিনয়ের ছলনা, গুপ্ত কামনায় দলে
জ্বলন্ত আগুনের ক্রোধ হতে আমি
সুরা পেয়ালায় ঢেলে দেবো হলাহল
বারবার হানবো বিষাক্ত আঘাত
বুকে জমা সব ঘৃণা ছুড়ে দেবো মুখে
প্রতিবার বয়ে যাবে তোর প্রতিটি শিরায়
অতিশয় অশুদ্ধ বর্জ্য-প্রপাত
বুকের মাঝে জ্বলে ধিকি ধিকি …
ফিরোজ, মগবাজার, ৩১/০৮/২০১৮