বৃষ্টিতে ভিজে ভিজে বয়ে চলে ধারা
চোখের জল তবু নোনা স্রোতে হারা
পথের দুপাশে কত সবুজের ভিড়
তবুও কেনো যে গড়া হলো নাতো নীড়।


যাযাবর সময়ের পালে লাগে হাওয়া
সময়ের গানগুলো হয় নাতো গাওয়া
অযতনে পড়ে রই হয়ে স্থির
দোলনাতে দুলে যায় হাওয়া ঝিরঝির।


রঙগুলো সঙ সেজে ভিড় ঠেলে যেনো
জীবনের রঙগুলো ফিকে হয় কেনো
বাসনার গানগুলো আঁধারে নিবিড়
দোলনাতে দুলে যায় হাওয়া ঝিরঝির।


পাখিদের মুখে নেই শব্দ কূজন
কাননের ফুলগুলো ঝরে সারাক্ষণ
শুকনো পাতায় বাজে শব্দ শিশির
দোলনাতে দুলে যায় হাওয়া ঝিরঝির।


ফিরোজ, মগবাজার, ০৭/১০/২০২০