বাতাসে বাতাসে ভাসে মজলুমের কান্না-ধ্বনি
আর কতোকাল বলো চুপ রবে?
শাহরগ খামচে ধরে জালিমের শক্ত হাত
গর্জে উঠবে বলো আর কবে?


আর গান গাই না, কবিতাও লিখি না
যে কবিতায় ওঠে না ঝড়, মসনদও কাঁপে না
সে কবিতা না লিখলে বলো কি হবে?


কত শত গানে গানে মুখরিত জনপদ
কত কোটি কবিতায় বুঁদ হয় মনোরথ৷


যে গান শুনে কেউ ঘুম থেকে জাগে না
সে গান গেয়ে বলো কি হবে?
জুলুমের প্রতিবাদে লড়ে না যে কবিতা
সে কাব্য লিখে বলো কি হবে?


ফিরোজ, মগবাজার, ০৩/০৫/২০২৪