বিধির লিখন কি-যে সেই কথা নেই জানা
চাইলে কী-আর ঘরে সুখ যায় আনা!


মনের মধ্যে যদি ভাপর আগুন জ্বালে
চোখ থাকিতে হয়-যে কানা
কেমন করে বলো-সে আগুন নিভে যাবে
ঘরে কি-সে যায় সুখ আনা ।


বিনা দোষেই আমার গলায় দোষের মালা
বিনা পাপেও তবু কেবল জ্বলন জ্বালা ।


কেনো এমন হয়?
কেনো জীবন ক্ষয়?
দুঃখ হায় দেয় কেনো হানা?


ফিরোজ, মগবাজার, ৩০/০৪/২০২০