ও মন বান্দার হকে তাকালি নারে
এ জীবন করলি পার
কেবল নামাজ রোজা কাজ হবে না
বিধি কেমনে হবে পারাবার ।
দিন যে গেলো বেহুদা কাজে
ভোগ বিলাসে উন্মত্ত মোহে
আশপাশের দুঃখগুলো দেখলি না কিছুই তার ।
ও মন বান্দার হকে …
হিসাব নিকাশ তিনিই নিবেন দাঁড়িপাল্লার কাটায়
নিবেদন তোমাদের কাছে মাফ করো অভাগায় ।
বেলা শেষে অধমের চোখে উছল নদীর পার
অসহায় অনুতাপে কান্না বুকে হাহাকার ।
ও মন বান্দার হকে …
ফিরোজ, মগবাজার, ১৮/০৪/২০২০