যখন পিছন ফিরে চুল দুলিয়ে
দেখছো তুমি আরবার
তোমার হাসির শব্দ বাঁশির সাথে
বাজছে কানে বারবার।


যখন চোখের ডিঙা পাল তুলে দেয়
স্বপ্ন ভেঙ্গে জাগবার
তোমার আঁচল দোলে শরৎ মেঘে
দোর খুলে দেয় ভাবনার।


দোলে ভোরের কুসুম আলোর সাথে
নাচে পাহাড় ঝর্ণা আঁখির পাতে।


তোমার নূপুর পায়ে শিশির ফোঁটা
যতন করে রাখবার
তখন বাতাস দোলে শিমের ফুলে
আপন ধ্যানে থাকবার।


ফিরোজ, মগবাজার, ২২/০২/২০২৪