আমি কখনো দেখিনি আমার বাবার মুখটিকে
আমি পাইনি কখনো বাবার স্নেহের পরশ
বাবা, ও বাবা!
দু-ডানায় আগলে রাখে যে সাহসী সারস৷
শুকনো নদীতটে মাটি ফেটে চৌচির
দু-চোখের কোণ ছুঁয়ে বহে হাওয়া ঝিরঝির
ঘাত প্রতিঘাতেও
চলেছি একাকী, হেঁটেছি নানা পথ, এসেছে বয়স৷
আমিও এক বাবা, আজ হয়েছি যখন
অনুভবে! বাবা যে কি? তা চিনেছি এখন৷
স্নেহে-আদরে বাবা, কখনো হয়নি দেখা এপারে
ভালোবাসি বাবা, ভালো থেকো তুমি ওপারে
বাবা, ও বাবা!
শত ঝড়-ঝঞ্ঝা, প্রতিকূলে যে দুর্বার সাহস৷
ফিরোজ, মগবাজার, ২২/০৫/২০২৪