আলোকে ভরে দাও অন্তর হে প্রভু
আকাশে ভরা থাক তারা
মেঘে মেঘে ঢেকেছে বিষণ্ণ প্রভাত
আঁখিপাতে শ্রাবণ ধারা৷
পথেরও বাঁকে বাঁকে কলুষো-কালিমা
মোহজালে বিঁধে দিশাহারা
অনুতাপে জ্বলে পুড়ে পূত করো প্রভু
ব্যথা যত করে দাও সারা৷
বুকেরও ভিতরে আনন্দ আলোকে
অবারিত করে দিও ঘর
জীর্ণ কুটিরে প্রদীপের শিখা জ্বালো
মুছে দিও আঁধারের ভর৷
বিমল বসনে অবিরত ঢেকে রেখো
করো নাকো ছন্নছাড়া
প্রেমের মন্দিরে বেঁধে রেখো নিয়ত
ভালোবেসে পাগলোপারা৷
ফিরোজ, মগবাজার, ২৫/১০/২০২৪