যত তোরে ভালবাসি তত দিলি জ্বালা
পুড়ে পুড়ে প্রাণ তাই হয়ে গেল কালা।।


সোনা মুখে মিষ্টি হাসি দিয়ে ছিলি কবে
সেই হাসি আর কভু দেখা নাহি হবে।
কত কথা ব্যথা হয়ে বুক করে ফালা।।


জনমের মত তুই হয়ে গেলি পর
সুখী হলি পর সাথে বেঁধে তুই ঘর।
আমি একা অশ্রু জলে পড়ে আছি মালা।।


একদিন ঝড়ে যদি মন ভেঙে যায়
সেই দিন স্মৃতি বুকে ঠাই যেন পায়।
তবে তুই বুঝে যাবি কত আছি ভালা।।


রচনা কাল : ১৩/১১/২০১৮ ইং