যত কথা বলি তত ভাল লাগে প্রাণে
প্রেম দিয়েছি যতনে প্রতি গানে গানে।।
নিশিতে স্বপনে গিয়ে দেখেছি যে মুখ
ইচ্ছে মত মন ভরে নিয়েছি যে সুখ।
দূরে থেকে ভালবাসো এই মন জানে।।
ইমুতে না পেলে আসো ফেসবুক মাঝে
মন নাহি বসে না ক বুঝি কোন কাজে।
সারাক্ষণ ভাবো যেন পেতে কোন খানে।।
রচনা কাল : ১৩-১৪/১০/২০১৮ ইং