যত্ন করে কিছু কথা রাখি বুক মাঝে
নিশিরাতে সেই কথা গান হয়ে বাজে।।
চুপিসারে ভাবনাতে সুখ মনে পাই
আধরাতে স্বপ্ন মাঝে কারে দেখে যাই?
মন তাই নিরালায় তার আশে সাজে।।
অপলকে চেয়ে দেখি ফুল আর পাখি
প্রেম সুরে তারা যেন করে মাখামাখি।
মন প্রাণ তাই বুঝি বসে নাহি কাজে।।
কবে পাবো প্রেম সুখ কত দিন গেলে
দিন যায় মাস যায় তারে নাহি মেলে।
কার কাছে বলি খুলে মরে যাই লাজে।।
রচনা কাল : ১৮/১১/২০১৮ ইং