যত্ন করে চিঠি লিখে দিতে নিজ হাতে
মন প্রাণ যেতো ভরে সুখে প্রতি রাতে।
জানি সব ভুলে গেছো পর ঘরে গিয়ে
কাঁদি তাই দিবানিশি চিঠি বুকে নিয়ে।।


বিদ্যালয় পথে প্রেম হত বিনিময়
সেই পথে আর কভু দেখা নাহি হয়।
মনে পড়ে কত কথা ছিলে তুমি দিয়ে।।


পথ ভুলে এই পথে নাহি আর আসো
মিষ্টি করে মন খুলে কারে নিয়ে হাসো?
দিয়ে ছিলে কত প্রেম ভরে এই হিয়ে।।


রচনা কাল : ০৭/১১/২০১৮ ইং