যখন তোমার কথা মনে পড়ে যায়
নিলাকাশে চেয়ে মন সুখ নাকি পায়।।


ভুলা মন ভুল করে কত কিছু ভাবে
এক আকাশের নিচে মোরা এই ভবে।
দূরে নয় আছি যেন পাশাপাশি গাঁয়।।


নদী স্রোতে ভেসে আসে কার ছোঁয়া পানি
কার রূপ সেই পানি ধরে রাখে জানি।
ভাল নেই এই ভবে শুধু যে কাঁদায়।


রচনা কাল : ০৯/০৪/২০১৮ ইং