যখন থাকবে একা ভাববে আমায়
বুঝবে প্রেমের স্মৃতি কেমনে কাঁদায়।।
নিশিতে আমার কথা হলে গো স্মরণ
জানি তখন তোমার হবে যে মরণ।
ভালবেসে দূরে গেলে মন পুড়ে যায়।।
যখন তোমার কেউ যাবে ছেড়ে দূরে
মানবে আমার কথা এক সুরে সুরে।
সেই দিন প্রিয়ে তুমি কাঁদবে ব্যথায়।।
রচনা কাল : ০৬/০৭/২০১৮ ইং