যখন শুনবে তুমি আর বেঁচে নাই
তখন কাঁদবে জানি দিবানিশি তাই।।


ভাববে ছলনা করে হয়ে গেছে ভুল
বুঝবে সেদিন তুমি পাবে নাহি কূল।
এতটা বেদনা বুকে দেখো পাবে ঠাই।।


কতটা যন্ত্রণা পেলে বুক হয় ক্ষত
রক্তের স্রোতের ধারা বয় অবিরত।
শূন্যতা আসলে ধারে পুড়ে হবে ছাই।।


হৃদয়ে সুখের ঘর এঁকে দিয়ে ছিলে
জয়ের হিসাব করে মন কেড়ে নিলে।
ভাবোনি তোমায় আমি কত খানি চাই।।


রচনা কাল : ০১/০১/২০১৯ ইং