যখন পড়বে মনে ভাববে আমায়
ছুটে এসে কূলবনে জড়াবে মায়ায়।।
অপেক্ষায় চুপিসারে থেকো বসে ঘাটে
লক্ষ রেখো বুক জানি নাহি কিছু ফাঁটে।
স্বপনে নদীর ঘাটে বিনি খুলে বসো
সাবধানে থেকো সেথা নাহি জলে ধসো।
এভাবে হৃদয় পেতে থাকবে আশায়।।
আঁধারে একেলা বসে গান গেয়ে দেখো
দু'চোখে আমার ছবি এলোমেলো মেখো।
দক্ষিণা দুয়ার খুলে দিও অট্ট হাসি
বাতাসের কানে বলো তারে ভালবাসি।
ফিরবো তবেই আমি স্মৃতির পাতায়।।
রচনা কাল : ০১/১১/২০১৮ ইং