যদি প্রেম গুলো হয় জীবনের স্বাদ
তবে তুমি কেন হলে প্রাণের প্রমাদ।।


সুখের দুয়ার হল স্বপ্নের বাসর
বিরহের আত্না পোড়ে সারা দিন ভর।
দুঃখ গুলো সারাক্ষণ বাড়ায় বিষাদ।।


দুটি মন এক হলে  প্রেমে ভরে প্রাণ
সৃষ্টি হয় শত শত স্বপ্ন গাঁথা গান।
মিটে মিটে আলো দিয়ে খুশি হয় চাঁদ।।


রচনা কাল : ১০/০১/২০১৮ ইং