যদি কেউ প্রশ্ন করে ভালবাসি কারে
জবাব হবে আমার কেউ নাই ধারে।।
বলিনি মনের কথা শুনে নি তো কেউ
বাসেনি ভাল আমায় একটুও কেউ।
তাই তো হয় নি জানা সুখ বলে কারে।।
বহু দূরে গেছে সবে আসে নি তো কাছে
কষ্ট পেয়ে কত কিছু শিখলাম পাছে।
তবু বলি ভালবাসা বলে যেন কারে।।
রচনা কাল : ০২/০৪/২০১৮ ইং