যদি আরো আগে হত দু'জনার মিল
প্রেমে প্রেমে এতদিন ভরে যেত দিল।।


এত দিন সব কথা ছিল শুধু মনে
আঁধারে ঝরতো প্রেম এ দু'টি নয়নে।
আজ প্রেম বুক জুড়ে হাসে খিলখিল।।


হয়েছে তো তবু দেখা না হয় দেরিতে
প্রেম আজ বুক ভরে পারবো যে নিতে।
সুখে প্রাণ গেছে ভরে নেই বাকি তিল।।


রচনা কাল : ১১/০৮/২০১৮ ইং