যেদিন ভুলব আমি সেদিন কেঁদো না
হৃদয়ের সাথে আর ও মন বেঁধো না।।


যার বুকে ঠাই নিছো ভালবেসো তারে
দিও না আমার মত ব্যথা বারে বারে।
সে যদি আদর করে আমায় ভেবো না।।


ভালবাসা পেলে সে তো দিবে ভালবাসা
পূর্ণ করো তারে দিবে যতটুকু আশা।
অবিহেলা করে তার মনটা ভেঙো না।।


রচনা কাল : ৩১/১০/২০১৮ ইং