যেদিন ভুবন ছেড়ে চলে যাবো দূরে
কান্নাকাটি করলেও আসবো না ফিরে।।


ডাকিস না তোরা মোরে ডাকিস খোদারে
পাইলে পেতে পারিস সুখ যে অন্তরে।
আমারে রাখবি তোরা খুব যত্ন করে।।


কতকাল ঘুমে রবো ওই পরপারে
জাগতে হবে আবার আখের বিচারে।
এ ভুবনে আর কভু মন নাহি ধরে।


রচনা কাল : ১২/০২/২০১৮ ইং