যেদিন শুনেছি কথা মধু ভরা সুরে
সেদিন থেকেই আছো এই মন জুড়ে।।
কেমন মায়ার টানে কাছাকাছি নিলে
আদরে আদরে প্রেম বুকে ভরে দিলে।
সুখের ঢেউয়ে তাই ব্যথা গেল দূরে।।
তোমার ছোঁয়ায় মন সব কিছু জানে
স্বর্গের চেয়েও দামি পৃথিবীকে মানে।
জীবনে তোমায় ছাড়া প্রাণ যাবে পুড়ে।।
শিখালে কেমন করে সুখে বাঁচা যায়
সযত্নে আগলে রাখো জীবনের নায়।
থাকছি সুখের মাঝে তাই এত ঘুরে।।
রচনা কাল : ৩০/১২/২০১৮ ইং