যেদিন হারিয়ে গেছো সেদিনের পরে
পাইনি সুখের দেখা কোনদিন ঘরে।
আসবে কখন ফিরে থাকি অপেক্ষায়
জীবন মরণে প্রাণ পাশাপাশি চায়।।
আশার দুয়ারে রই বসে সারাক্ষণ
নিশ্চয় তোমায় পাবো বলে এই মন।
নিশুতি রাতের সাথে কান্না যেন পায়।।
গাইতে গাইতে গান কণ্ঠে নাই সুর
সয়না পরাণে আর আছো গিয়ে দূর।
গভীর ভাবনা এলে বুক পুড়ে যায়।।
রচনা কাল : ২৩/০১/২০১৯ ইং